জেনিথ ইসলামী লাইফের এক্সিকিউটিভ মিটিং ও ইফতার মাহফিল

নিউজ ডেস্ক

মঙ্গলবার রাজধানীর ফারস্ হোটেল এন্ড রিসোর্টে এর সুসজ্জিত সেমিনার কক্ষে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর এক্সিকিউটিভ মিটিং ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ) জয়েন্ট সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) এর নির্বাহী কমিটির সদস্য জনাব এস এম নুরুজ্জামান।

সভার সভাপতিত্ব করেন চিফ সেলস এন্ড ডিস্ট্রিবিউশন অফিসার (সিএসডিও) জনাব মোঃ আরিফ হোসেন।

আরো উপস্থিত ছিলেন সিনিয়র লিডার জনাব মোঃ শাহাদাত হোসেন। প্রধান কার্যালয়ের অবলিখন ও কাস্টমার সার্ভিস বিভাগের এসভিপি ও ইনচার্জ জনাব মোহাম্মদ শাহাদাৎ হোসেন, উন্নয়ন প্রশাসন বিভাগের এসভিপি ও ইনচার্জ জনাব মোহাম্মদ নিজাম উদ্দিন, হেড অব আইটি জনাব জুয়েল মুন্সী।

উল্লেখ্য যে, কোম্পানির সিনিয়র সেলস্ ম্যানেজার জনাব মোহাম্মদ নুরুল ইসলামকে ব্যবসায়িক সফলতা অর্জনের জন্য গাড়ী প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধইতিহাস গড়ে পিএসভির জালে গোলবন্যা আর্সেনালের
পরবর্তী নিবন্ধপুতিনকে হাতি উপহার দিলেন মিয়ানমারের জান্তাপ্রধান