জেএসসি পরীক্ষা নিয়ে এ মুহূর্তে সিদ্ধান্ত নেই: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

চলতি বছরে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জেএসসি-জেডিসি পরীক্ষা নেওয়া হবে কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এসএসসি এবং এইচএসসি পরীক্ষার বিষয়ে বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ১১টায় এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ কথা জানিয়েছেন।

পরিস্থিতি অনুকূলে থাকলে সংক্ষিপ্ত সিলেবাসে আগামী নভেম্বরে এসএসসি এবং ডিসেম্বরে এইচএসসি পরীক্ষার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী।

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, জেএসসি পরীক্ষা নিয়ে এ মুহূর্তে সিদ্ধান্ত নেই। আমরা পরে জানাব।

করোনা পরিস্থিতির কারণে গত বছর জেএসসি-জেডিসি পরীক্ষা নেওয়া হয়নি। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন সম্পন্ন করেছে। এ কারণে জেএসসি-জেডিসির সনদপত্রেও জিপিএ উল্লেখ ছিল না।

পূর্ববর্তী নিবন্ধখুলনায় করোনায় আরও ৪৭ জনের মৃত্যু
পরবর্তী নিবন্ধঅনলাইনে টিকিট কেনায় ভোগান্তি স্বাভাবিক: রেলমন্ত্রী