পপুলার২৪নিউজ প্রতিবেদক:
গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা মামলার অন্যতম আসামি জেএমবি নেতা জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ধানমণ্ডি থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় সোমবার তার ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ।
এর আগে এই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে দশদিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৬ সালের ১ নভেম্বর রাজধানীর ধানমণ্ডি থানাধীন রাইফেল স্কয়ারের সামনে ১০/১২ জন আসামি নাশকতার পরিকল্পনা করেন। এ সময় পুলিশ তাদের ধাওয়া করলে দুই আসামি পুলিশের হাতে ধরা পড়ে এবং অপর আসামিরা পালিয়ে যায়।
এ ঘটনায় কাউন্টার টেরোরিজমের উপ-পুলিশ পরিদর্শক মোদ্দাসের কায়সার বাদী হয়ে ধানমণ্ডি থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করেন।
এর আগে গত ১৩ জানুয়ারি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে রাজীবকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলাসহ একাধিক জঙ্গি হামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।