জুনে পদ্মাসেতু অতিক্রম করবে রেল: রেলমন্ত্রী সুজন

নিউজ ডেস্ক : রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, বিএনপি গণতন্ত্র নষ্ট করেছে, জনগণের ভোটাধিকার নষ্ট করেছে, এরাই এখন গণতন্ত্রের কথা বলে পরিবেশ গরম করার চেষ্টা করছে।

শনিবার বেলা ১২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথের ডাবল লাইন প্রকল্পের কাজ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

রেলমন্ত্রী বলেন, আগামী জুন মাসের মধ্যে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত পদ্মা সেতু অতিক্রম করে রেল চলাচলের উপযোগী করা হবে। তবে, মূল প্রকল্প ঢাকা থেকে যশোর পর্যন্ত শেষ হবে ২০২৪ সালে।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, “এদেরকে জনগণ চিনে, এরা কোথা থেকে এসেছে, এদের ব্যাকগ্রাউন্ড কি। এরা জোড় করে মানুষ হত্যা করে ক্ষমতা গ্রহণ করেছে। এরাই আবার মানুষ হত্যা করে ক্ষমতায় আসতে চায়।”

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ নিয়ে মন্ত্রী বলেন, একটি দেশের ভারস্যমপূর্ণ যোগাযোগ ব্যবস্থা ছাড়া টেকশই উন্নয়ন করা সম্ভব নয়। ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ডাবল লাইন কাজ শেষ হলে প্রতিদিন এই পথে ৫০ বার ট্রেন আসা-যাওয়া করবে। নারায়ণগঞ্জবাসীর সুবিধার জন্য দ্রুত এই প্রকল্পের কাজ শেষ করা হবে বলে জানান তিনি।

এ সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কামরুল আহসান, প্রকল্প পরিচালক আব্দুর রউফসহ রেলওয়ে ও জেলা প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

পূর্ববর্তী নিবন্ধনির্বাচন নিয়ে বিদেশিদের মতামতের প্রয়োজন নেই : পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধবিশ্ব ইজতেমায় ৬ মুসল্লির মৃত্যু