গাজীপুর প্রতিনিধি : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘যারা জিয়াউর রহমানকে অস্বীকার করে তারা স্বাধীনতার বিরুদ্ধে, তারাই হচ্ছে পাকিস্তানের অনুচর।’
মঙ্গলবার (১৯ এপ্রিল) গাজীপুর জেলা বিএনপি`র দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
মির্জা ফখরুল বলেন, ‘তথ্যমন্ত্রী জিয়াউর রহমান সাহেবকে পাকিস্তানের অনুচর বলেন। কিন্তু এখন আপনারা যা করছেন তা পাকিস্তানের থেকে কোনো অংশে কম নয়, বরং বেশি করছেন। ১৯৭১ সালে পাকিস্তান যেভাবে গণতন্ত্রকে হত্যা করেছিল, মানুষকে হত্যা করেছিল। ঠিক একইভাবে আপনারা গণতন্ত্র কেড়ে নিয়েছেন, মানুষের অধিকার ছিনিয়ে নিয়েছেন, দুর্নীতিতে দেশটাকে ছয়লাব করে ফেলেছেন। প্রতিদিন খবরের কাগজ খুললেই শুধু দুর্নীতির চিত্র।’
উত্তরা থেকে জয়দেব বিআরটি প্রকল্প নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এই রাস্তা করতে প্রতি কিলোমিটার খরচ হয়েছে ২১৩ কোটি টাকা। পৃথিবীতে কোনো দেশ নাই যে ১ কিলোমিটার রাস্তা করতে ২১৩ কোটি টাকা লাগে। সেই রাস্তার কোনো স্ট্রাকচার নেই, পরিকল্পনা নেই।’
নেতাকর্মীদের উদ্দেশ্য ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ বারবার চেষ্টা করেছে, সবাই করে এরশাদও চেয়েছে বিএনপিকে নির্মূল করতে। কিন্তু বিএনপি হলো ফিনিক্স পাখির মত। বরাবর ধ্বংসস্তূপ থেকে জেগে উঠে আকাশে উড়াল দেয় মানুষকে সঙ্গে নিয়ে।’
গাজীপুর জেলা বিএনপির আহবায়ক ফজলুল হক মিলনের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব কাজী সাইয়েদুল আলম বাবুল, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মজিবুর রহমান, দলটির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ঢাকা জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, কেন্দ্রীয় সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চু প্রমুখ।