জিম্বাবুয়ের মাটিতে সিরিজ জয় আয়ারল্যান্ডের

স্পোর্টস ডেস্ক : পাঁচবারের প্রচেষ্টায় জিম্বাবুয়ের মাটিতে প্রথমবার সিরিজ জয়ের স্বাদ পেল আয়ারল্যান্ড।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আজ স্বাগতিকদের ৬ উইকেটে হারিয়েছে আইরিশরা।

এতে ১-২ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করে পল স্টার্লিংয়ের দল।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪০ রান করে জিম্বাবুয়ে। লক্ষ্য তাড়ায় হ্যারি টেক্টরের ফিফটিতে ৮ বল আগে লক্ষ্যে পৌঁছে যায় সফরকারীরা।

সিকান্দার রাজার নিষেধাজ্ঞায় জিম্বাবুয়ের নেতৃত্ব দেওয়া রায়ান বার্ল আজ দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস খেলেন। এছাড়া ব্রেন ব্যানেট ও ক্লাইভ মদন্ডে করেন ২৭ রান করেন।

জবাব দিতে নেমে ৩৭ রান ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে আয়ারল্যান্ড। তবে সফরকারীদের ওপর সেই চাপ অব্যাহত রাখতে পারেননি জিম্বাবুয়ের বোলাররা। উল্টো জমাট জুটি গড়েন টেক্টর ও জর্জ ডকরেল।

পঞ্চম উইকেটে তাদের ১০৪ রানের অবিচ্ছেদ্য জুটিতে জয় নিশ্চিত করে সফরকারীরা। টেক্টর ৪৫ বলে ৫৪ ও ডকরেল ৩২ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন।

পূর্ববর্তী নিবন্ধইমরানের চুমু অস্বস্তিকর ছিল: তনুশ্রী দত্ত
পরবর্তী নিবন্ধইসিতে দ্বিতীয় দিনের আপিল শুনানি শুরু