জিকিউ বলপেনের বিরুদ্ধে তদন্ত কমিটি

পুঁজিবাজারের তালিকাভু জিকিউ বলপেনের বিরুদ্ধে তদন্ত কমিটি করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সাথে  ১০ বিও হিসাব জব্দ করেছে। তদন্ত চলাকালীন সময় পর্যন্ত এটি জব্দ থাকবে।

কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বিএসইসির সহকারি পরিচালক মো. শহিদুল ইসলামকে প্রধান করে দুই সদস্যের কমিটি করা হয়েছে। কমিটির অন্য সদস্য হলেন সিডিবিএলের অ্যাপলকেশন সাপোর্টের প্রধান মঈনুল হক।

গত তিন মাসে কোম্পানিটির শেয়ারের দর অস্বাভাবিকভাবে বেড়েছে। তিন মাসে দর বেড়েছে ১৭৪ টাকা ২০ পয়সা বা ২৬৩ দশমিক ৫৪ টাকা। আজকের ক্লোজ প্রাইজ ২৪০ টাকা ৩০ পয়সা।

পূর্ববর্তী নিবন্ধএনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্টকে ১০ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি
পরবর্তী নিবন্ধপেঁয়াজ আমদানিতে শুল্ক কমানোর বিষয় বিবেচনা করা হবে: অর্থমন্ত্রী