জাহালমের ঘটনায় দুদক দায়ীদের শাস্তি দেবে আশা তথ্যমন্ত্রীর

 পপুলার২৪নিউজ প্রতিবেদক:

বিনা অপরাধে পাটকল শ্রমিক জাহালমের তিন বছর কারাভোগের ঘটনাকে ‘দুঃখজনক ও অনভিপ্রেত’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার সচিবালয়ে টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের নেতাদের সঙ্গে বৈঠকের শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

তিনি আরও বলেন, দুদক একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, তারা সরকারের অধীন নয়। তাদের (দুদক) ভুলক্রমে একজন নির্দোষ মানুষ তিন বছর কারাভোগ করল। এ বিষয়ে তারা তদন্ত করছে। সুতরাং আমি আশা করব, তদন্তের মাধ্যমে যারা দায়ী হিসেবে চিহ্নিত হবে তাদের বিরুদ্ধে দুদক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।

পূর্ববর্তী নিবন্ধফের বুড়িগঙ্গা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে বিআইডব্লিউটিএ
পরবর্তী নিবন্ধবিএনপি উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী দেবে: কাদের