জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
মহান মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামরুজ্জামানের সহধর্মিণী জাহানারা জামানের মরদেহ রাজশাহীতে আনা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টারে করে রাজশাহী বিমানবন্দরে তার মরদেহ আনা হয়। এরপর মরদেহ তার ছেলে রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটনের উপশহরের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে আত্মীয়-স্বজন ও নগরবাসী ভিড় জমান একনজর দেখার জন্য।
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার জানান, বিমানবন্দর থেকে প্রথমে উপশহরে মরদেহ নিয়ে যাওয়া হয়েছে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে কাদিরগঞ্জ এলাকার পৈত্রিক বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে বাদ জোহর মরদেহ নগরীর শাহমখদুম (রা.) কেন্দ্রীয় ঈদগাহে নিয়ে যাওয়া হবে। সেখানে বেলা ২টায় জানাজার নামাজ শেষে কাদিরগঞ্জ এলাকার পারিবারিক কবরস্থানে শহীদ এ এইচ এম কামরুজ্জামানের পাশে সমাহিত করা হবে।
এর আগে রবিবার রাত সাড়ে ১২টার দিকে ৮৪ বছর বয়সে ঢাকার গুলশানে নিজের বাসায় মারা যান জাহানারা জামান। সোমবার গুলশান আজাদ মসজিদে বাদ আসর বিকেল সাড়ে চারটায় তার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।