জাহাঙ্গীর টাওয়ারের অগ্নিকাণ্ড খতিয়ে দেখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কারওয়ান বাজারে জাহাঙ্গীর টাওয়ারের একটি ক্যাফেতে শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আধা ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের ঘটনা জানার পর ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন এবং সার্বক্ষণিক খোজখবর রাখছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশাসক ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন। কারওয়ান বাজারে জাহাঙ্গীর টাওয়ার ভবনে ও রেস্টুরেন্টে যথাযথ অগ্নি নিরাপত্তা ছিল কি না খতিয়ে দেখতে ডিএনসিসির সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া কারওয়ান বাজারসহ ডিএনসিসির আওতাধীন এলাকার রেস্টুরেন্টে যথাযথ অগ্নি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে কি না তা তদারকি করতে আগামীকাল থেকে অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন ডিএনসিসি প্রশাসক।

পূর্ববর্তী নিবন্ধজয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক আজ
পরবর্তী নিবন্ধহঠাৎ আইপিএলের ডাক পেলেন মুজিব, নৈপথ্যে কী?