জাস্টিন ট্রুডোকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ পররাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক:

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। চলতি বছরে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে ট্রুডোর।

সোমবার (২৭ ফ্রেবুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন ও কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী হারজিত এস সজ্জন। বৈঠক শেষে সাংবাদিকদের ট্রুডোকে ঢাকায় আমন্ত্রণের তথ্য জানান মোমেন।

ড. মোমেন বলেন, আমরা বিশেষ করে দাওয়াত দিয়েছি ওনাদের প্রধানমন্ত্রীকে (জাস্টিন ট্রুডো)। ওনাকে দাওয়াত দিয়েছি বাংলাদেশে আসার আসার জন্য। আমরা বলেছি, এ বছর যদি আসতে পারে, সেপ্টেম্বরে জি-২০ সম্মেলনে তখন যদি ম্যানেজ হয়; এটা হবে প্লাস প্লাস।

কানাডার প্রধানমন্ত্রীর ঢাকা সফরের বিষয়ে বিষয়ে জানতে চাইলে মন্ত্রী সজ্জন জানান, আমি প্রধানমন্ত্রীকে দেওয়া আমন্ত্রণপত্র পৌঁছে দেব।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে গোলাপের ৯ বাড়ি : আদালতের নির্দেশনা মেনে অনুসন্ধান করবে দুদক
পরবর্তী নিবন্ধকাতারে কাজ করবেন ১১২৯ সেনাসদস্য