মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : জেলের মাছ ধরার জালে আটকা পড়া বিষধর পদ্ম গোখরা সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে অবমুক্ত করা হয়েছে।
সোমবার (২৮ মার্চ) দুপুরে সাপটি অবমুক্ত করা হয় বলে জানিয়েছেন পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির।
এর আগে রোববার বিকেলে বাগেরহাটের গোটাপাড়া গ্রামের এক জেলের মাছ ধরার জালে সাপটি আটকা পড়ে।
স্থানীয়রা জানান, সাপটি জালে আটকা পড়লে গোটাপাড়া ইউনিয়নের দফাদার সেখান থেকে উদ্ধার করে বনবিভাগের বাগেরহাট বিভাগীয় দপ্তরে নিয়ে আসেন। এরপর বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেনের নির্দেশে করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে কর্মকর্তা আজাদ কবির সাপটি বনের অভ্যন্তরে অবমুক্ত করেন।
এ বিষয়ে আজাদ কবির বলেন, সাপটি বিষধর প্রজাতির পদ্ম গোখরা। এর আরেক নাম হলো খৈয়া গোখরা। সাপটি ৫ ফুট লম্বা।