স্পোর্টস ডেস্ক : ফুটবলের পাওয়ার হাউজ খ্যাত জার্মানি। চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন, চারবারের রানার্স-আপ তারা। কিন্তু সোমবার রাতে তাদেরই ঘরের মাঠে এক দাতব্য ম্যাচে ভড়কে দিয়েছে রাশিয়ার সঙ্গে যুদ্ধেরত ইউক্রেন। ৩-১ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জার্মানরা ম্যাচটি ড্র করেছে ৩-৩ গোলে।
এদিন ম্যাচের ষষ্ঠ মিনিটেই নিকলাস ফুলক্রুগের গোলে লিড নেয় জার্মানি। কিন্তু এরপর মুহুর্মূহু আক্রমণ করে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় ইউক্রেন। ১৮ মিনিটে ভিক্টর সাগানকোভ গোল করে সমতা ফেরান। ২৩ মিনিটের মাথায় অ্যান্তোনিও রুদিগার আত্মঘাতী গোল করে ইউক্রেনকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। আর ৫৬ মিনিটে সাগানকোভ নিজের জোড়া গোল পূর্ণ করলে ইউক্রেন এগিয়ে যায় ৩-১ ব্যবধানে।
অবশ্য ম্যাচের শেষদিকে দারুণভাবে ঘুরে দাঁড়ায় জার্মানি। ৮৩ মিনিটের মাথায় কাই হাভার্টজ গোল করে ব্যবধান কমান। আর যোগ করা সময়ে (৯০+১) জশুয়া খিমিচ গোল করে সমতা ফেরান।
এটা ছিল জার্মানি ফুটবল ফেডারেশনের ১০০০তম ম্যাচ। এই ম্যাচ থেকে যা আয় হয়েছে সেটা যুদ্ধে ক্ষতিগ্রস্ত হওয়া ইউক্রেনের নাগরিকদের দান করা হবে।