জার্মানিকে ভড়কে দিলো ইউক্রেন

স্পোর্টস ডেস্ক : ফুটবলের পাওয়ার হাউজ খ্যাত জার্মানি। চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন, চারবারের রানার্স-আপ তারা। কিন্তু সোমবার রাতে তাদেরই ঘরের মাঠে এক দাতব্য ম্যাচে ভড়কে দিয়েছে রাশিয়ার সঙ্গে যুদ্ধেরত ইউক্রেন। ৩-১ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জার্মানরা ম্যাচটি ড্র করেছে ৩-৩ গোলে।

এদিন ম্যাচের ষষ্ঠ মিনিটেই নিকলাস ফুলক্রুগের গোলে লিড নেয় জার্মানি। কিন্তু এরপর মুহুর্মূহু আক্রমণ করে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় ইউক্রেন। ১৮ মিনিটে ভিক্টর সাগানকোভ গোল করে সমতা ফেরান। ২৩ মিনিটের মাথায় অ্যান্তোনিও রুদিগার আত্মঘাতী গোল করে ইউক্রেনকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। আর ৫৬ মিনিটে সাগানকোভ নিজের জোড়া গোল পূর্ণ করলে ইউক্রেন এগিয়ে যায় ৩-১ ব্যবধানে।

অবশ্য ম্যাচের শেষদিকে দারুণভাবে ঘুরে দাঁড়ায় জার্মানি। ৮৩ মিনিটের মাথায় কাই হাভার্টজ গোল করে ব্যবধান কমান। আর যোগ করা সময়ে (৯০+১) জশুয়া খিমিচ গোল করে সমতা ফেরান।

এটা ছিল জার্মানি ফুটবল ফেডারেশনের ১০০০তম ম্যাচ। এই ম্যাচ থেকে যা আয় হয়েছে সেটা যুদ্ধে ক্ষতিগ্রস্ত হওয়া ইউক্রেনের নাগরিকদের দান করা হবে।

পূর্ববর্তী নিবন্ধচিকিৎসকদের আন্দোলনে উত্তাল বিএসএমএমইউ
পরবর্তী নিবন্ধনারী ক্রিকেটারদের বেতন বাড়লো