জামিন পেলেন ইশরাক হোসেন

নিজস্ব প্রতিবেদক : বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেনের জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার অ্যাডিশনাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এই আদেশ দেন।

গত বুধবার (৬ এপ্রিল) বেলা ১১টা ৪০ মিনিটে মতিঝিলের শাপলা চত্বর এলাকায় জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে লিফলেট বিতরণের সময় ইশরাককে গ্রেপ্তার করে মতিঝিল থানা পুলিশ। তখন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তিনি গাড়ি পোড়ানোর একটি মামলায় ওয়ারেন্টভুক্ত এক নম্বর আসামি।

পরে ওই দিন দুপুরে ইশরাককে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয় বলে জানান সিএমএম আদালতের হাজতখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাহিদ। আদালতে হাজিরের পর ইশরাককে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়।

গ্রেপ্তারের দিন পুলিশের বক্তব্যের আগে ছাত্রদলের কবি নজরুল কলেজের নেতা খন্দকার ইরফান আহমেদ ফাহিম এবং ইশরাকের মিডিয়া সমন্বয়ক সুজন মাহমুদ ইশরাককে আটকের খবর নিশ্চিত করেন।

তারা জানান, দ্রব্যমূল্যের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবিতে জাতীয়তাবাদী শ্রমিক দলের লিফলেট বিতরণের সময় মতিঝিল থানা পুলিশ ইশরাক হোসেনকে আটক করে নিয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধবিরোধীদল দমন করে গদি রক্ষা হবে না: রুহুল কবির রিজভী
পরবর্তী নিবন্ধআইসিসির শাস্তির কবলে খালেদ আহমেদ