জেলা প্রতিনিধি
জামালপুরে হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২২ নভেম্বর) বিকালে জামালপুর স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আবু তাহের এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, কিশোরগঞ্জের জীবন, গাজীপুরের শিপন, রাজধানী মিরপুরের রাকিব, কুমিল্লার সোহেল রানা এবং মানিকগঞ্জের রনি।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ নূরুল করিম ছোটন জানান, ২০১১ সালের ১৩ জুন জামালপুরের দুরমুঠ রেলওয়ে স্টেশনের কাছে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেওয়ানগঞ্জ রেলওয়ে থানার এএসআই নজরুল ইসলাম বাদী হয়ে আদালতে হত্যা মামলা করেন। পরে জামালপুর রেলওয়ে থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ মামলার তদন্ত শুরু করেন। একপর্যায়ে ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেন তিনি।
তদন্ত কর্মকর্তা অফিসার খন্দকার শাকের আহমেদ জানান, আসামিরা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন।
দীর্ঘ শুনানির পর বিচারক আসামিদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা করেন। অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় চার আসামি উপস্থিত থাকলে। আসামি রনি পলাতক রয়েছেন।