জামালপুরে নার্সিং ইনস্টিটিউটের ৩০ জন শিক্ষার্থীসহ ৩৯জন করোনায় আক্রান্ত

জামালপুর প্রতিনিধি : জামালপুরে প্রতিদিনই জেলায় সংক্রমণ বেড়েই চলছে। একদিনে ৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

জামালপুরের সিভিল সার্জন ডা.প্রনয় কান্তি দাস জানান, জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে এবং রেপিড এন্টিজেনে ২১৭টি নমুনা পরীক্ষা করে নার্সিং ইনস্টিটিউটের ৩০জন শিক্ষার্থীসহ ৩৯জনের দেহে করোনা ভাইরাসের রিপোর্ট পজিটিভ হয়েছে। করোনা আক্রান্ত ৩৯জনের মধ্যে জামালপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী ৩০জন রয়েছে। জামালপুর নার্সিং ইনস্টিটিউটে ২৫৩ জন শিক্ষার্থী রয়েছে।

এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়েছে ৫৩১১জন। সুস্থ হয়েছে ৫১৩৯জন। এ পর্যন্ত জেলায় মারা গেছে ৯৫ জন। উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠানো হয়েছে ৪১ জন।

পূর্ববর্তী নিবন্ধ‘বিবাহবিচ্ছেদ নয়, ঝগড়া হয়েছে’
পরবর্তী নিবন্ধবায়ুদূষণে আবারও বিশ্বে প্রথম স্থানে ঢাকা