জামালপুরে গাইড বই না কেনায় শিক্ষার্থীকে নির্যাতন

জামালপুর প্রতিনিধি,পপুলার২৪নিউজ :
গাইড বই না কেনায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর ওপর শারীরিক নির্যাতন চালিয়েছেন জামালপুর সদর উপজেলার ঝাওলা গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক। এ ঘটনার বিচার চেয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে গতকাল মঙ্গলবার রাতে লিখিত অভিযোগ করেছেন ওই শিক্ষার্থীর অভিভাবক।

জামালপুর সদর উপজেলার মোহনপুর গ্রামের মো. আকরাম হোসেনের অভিযোগ, তার ছেলে মো. হাসানাত শাহরিয়ার ওরফে আবির ঝাওলা গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ে। বেশ কিছুদিন ধরে প্রধান শিক্ষক মো. লোকমান আলী ও সহকারী শিক্ষক মো. নিজাম উদ্দীন শিক্ষার্থীদের অনুপম গাইড বই কেনার জন্য চাপ প্রয়োগ করে আসছিলেন। পঞ্চম শ্রেণির মেধাবী ছাত্র মো. হাসানাত শাহরিয়ার গাইড বই কিনতে অস্বীকার করে। গাইড বই না কেনায় গত ১৯ এপ্রিল শিশু শিক্ষার্থী মো. হাসানাত শাহরিয়ারকে নির্মমভাবে শারীরিক নির্যাতন করেন সহকারী শিক্ষক নিজাম উদ্দীন। শিক্ষকের নির্যাতনে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে কোমলমতি শিক্ষার্থী শাহরিয়ার।

শিক্ষকের নির্যাতনে অসুস্থ মো. হাসানাত শাহরিয়ারের বাবা এ ঘটনার বিচার চেয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে ২৫ এপ্রিল লিখিত অভিযোগ দিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ঝাওলা গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লোকমান আলী ও সহকারী শিক্ষক মো. নিজাম উদ্দীন শিক্ষার্থীদের অনুপম গাইড বই কেনার জন্য চাপ প্রয়োগ করে আসছিলেন। শিক্ষকের চাপে বেশির ভাগ শিক্ষার্থী গাইড বই ক্রয় করেছে।

এ ব্যাপারে ঝাওলা গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লোকমান আলী জানান, বিদ্যালয়ে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। কোনো শিক্ষার্থীকে গাইড বই কেনার জন্য নির্যাতন করা হয়নি।

জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাটি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্যাতিত ওই শিশু শিক্ষার্থী তার কাছে গিয়ে নির্যাতনের চিহ্ন দেখান বলেও তিনি জানান। শিশু শিক্ষার্থীকে নির্যাতনকারী শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

পূর্ববর্তী নিবন্ধতিন বডিগার্ডকে বরখাস্ত করলেন সালমান
পরবর্তী নিবন্ধএক্সিম ব্যাংকের ২০৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার ১