জামালগঞ্জে বৌলাই নদীতে নাব্যতা হ্রাস : আটকা পড়েছে ৫ শতাধিক মালবাহী বাল্কহেড, ষ্টীলবডি

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ)প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

জামালগঞ্জ উপজেলায় বেহেলী ইউনিয়নের বৌলাই নদীতে রামজীবন পুর হইতে হিজলা পর্যন্ত নৌকা চলাচল বন্ধ রয়েছে। আটকে অাছে ৫ শতাধিক মালবাহী বাল্কহেড, ষ্টীলবডি নৌকা।
জানা যায়, বৌলাই নদীর সাথে আপার বৌলাই মিলন স্থলে পলিমাটি পড়ে ভরাট হয়ে যাওয়ায় ও নদীর নাব্যতা কমে যাওয়ায় গত ১৫ দিন ধরে বালু পাথর ভর্তি বাল্কহেড/ ষ্টীল বডি নৌকা চলাচলে বিঘ্র সৃষ্টি হয়েছে। দিন দিন নৌকার সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হওয়ায় চরম বিপাকে রয়েছে নৌযান সংশ্লিষ্টরা। এতে নৌকার মালিক, শ্রমিক, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নৌকার জটলা সৃষ্টি হওয়ায় দূর্ভোগের শিকার হচ্ছেন বালু পাথর ব্যবসায়ী সহ নৌপথে চলাচল কারী সংশ্লিষ্টরা।ডাবল লোডিংগে ব্যবসায়ীদদের লক্ষ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়ার ফলে বিগত কয়েক বছর হিজলা-রামজীবন পুর বৌলাই ও গজারিয়া সুরমা নদীতে নৌকা চলাচলে বিঘ্র সৃষ্টি হচ্ছে।
অাটককৃত নৌ শ্রমিক ফুলমিয়া বলেন, নৌকা চলাচল না করায় আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। নৌকা নিয়ে ৫দিন ধরে বসে থাকতে হচ্ছে।
সুনামগঞ্জ মালবাহী নৌযান শ্রমিক ফেডারেশন সাধারণ সম্পাদক মোহাম্মদ অালী বলেন, নৌকা চলাচল করতে না পারায় মালবাহী নৌকা অাটকে জটলা সৃষ্টি হয়েছে। প্রতিদিন নৌ পুলিশসহ আমাদের সমিতির সদস্যগণ জটলা নিরসনে কাজ করছি।
নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আল আমিন বলেন, নদীর ভরাট হয়ে যাওয়া নৌকা চলাচলে বিঘ্র ঘটছে।নৌকার জটলা সৃষ্টি হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীগণ।আমরা চেষ্টা করে যাচ্ছি জটলা নিরসনে।

পূর্ববর্তী নিবন্ধযাদুকাটা নদীর তীরে দু’আধ্যাত্বিক মহাসাধকের ভক্তগনের মিলনমেলা বুধবার
পরবর্তী নিবন্ধরণবীরের সঙ্গে বলিউডে পা রাখছে প্রিয়া