জাবি ভিসির সঙ্গে বৈঠকে ছাত্রলীগ

পপুলার২৪নিউজ ,সাভার প্রতিনিধি:
সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই ছাত্র নিহত ও পরবর্তী ঘটনা নিয়ে ভিসির সঙ্গে বৈঠকে বসেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

সভাপতি জুয়েল রানা ও সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চলের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ৬ দফা দাবি নিয়ে ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলামের সঙ্গে বৈঠকে বসে।

ছাত্রলীগের সহ-সভাপতি হামজা রহমান অন্তর জানান, ছাত্রলীগের ৬টি দাবির মধ্যে রয়েছে, ভিসির বাসভবনে ভাংচুরকারীদের আইনের আওতায় আনা ও তাদের ছাত্রত্ব আজীবনের জন্য বাতিল করা, বিশ্ববিদ্যালয়ের সামনের তিন গেটে ফুটওভার ব্রিজ নির্মাণ, স্পিড বেকারের সংখ্যা আরও বাড়ানো, মৃত দুই ছাত্রের পরিবারকে সম্মানজনক ক্ষতিপূরণ দেয়া ও হল ছাড়ার নির্দেশ পুনর্বিবেচনার দাবি।

এদিকে, ভিসির বাসভবন ভাংচুরের ঘটনায় আশুলিয়া থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।

এর মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে ৭৫ শিক্ষার্থীর বিরুদ্ধে একটি এবং পুলিশ বাদী হয়ে ছাত্রদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। ক্যাম্পাস থেকে ৪০ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে শুক্রবার ভোরে সাভারের সিঅ্যান্ডবি এলাকায় বাসের ধাক্কায় নিহত হন জাবির মার্কেটিং বিভাগের শিক্ষার্থী নাজমুল হাসান রানা ও মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী আরাফাত।

এ ঘটনায় শনিবার ব্যস্ততম ঢাকা-আরিচা মহাসড়ক ৫ ঘণ্টা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। একপর্যায়ে পুলিশ টিয়ার শেল ছুড়ে ও লাঠিপেটা করে বিকাল ৫টার দিকে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

পূর্ববর্তী নিবন্ধকন্যাকে নিয়ে মায়ের জন্মদিনে ঐশ্বরিয়া
পরবর্তী নিবন্ধম্যানচেস্টার হামলাকারীর ছবি প্রকাশ