জাফলংয়ে চুনাপাথরের গর্ত ধসে ২ শ্রমিক নিহত

সিলেটের জাফলংয়ে এবার গর্ত করে চুনা পাথর উত্তোলন করতে গিয়ে গর্ত ধসে দুজন শ্রমিক মারা গেছেন। আহত হয়েছেন একজন।  রোববার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হচ্ছেন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল গ্রামের বাসিন্দা কামরুজ্জামান (৩০) ও তাজউদ্দিন (৩২)। আবদুর রশিদ (২৫) নামের একজনকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সঙ্গী পাথরশ্রমিকেরা।

বিকেল পাঁচটার দিকে মুঠোফোনে যোগাযোগ করলে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনাস্থলে তাঁর নেতৃত্বাধীন একদল পুলিশ অবস্থান করছে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্র জানায়, বিকেল সাড়ে চারটার দিকে জাফলংয়ের চুনাকোয়ারি নামে পরিচিত আফসর আলীর গর্ত থেকে পাথর উত্তোলন চলছিল। হঠাৎ গর্ত ধসে চুনাপাথরে চাপা পড়েন ওই তিন শ্রমিক। একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হলেও দুজন পাথরচাপা পড়ার সঙ্গে সঙ্গে মারা যান।

 

পূর্ববর্তী নিবন্ধ৫টি বিলে রাষ্ট্রপতির সম্মতি
পরবর্তী নিবন্ধ২০০ রান তাড়া করে জেতা সহজ!