জাপান সাগরে শনিবার রাশিয়ার এ যাবতকালের মধ্যে সবচেয়ে বড় সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সঙ্গে মস্কোর যখন উত্তেজনা বাড়ছে, তখন এ মহড়া চালানো হচ্ছে।
রাশিয়ার সেনারা জাপান সাগরে ‘ভোস্তোক-১৮’ নামে মহড়ায় অংশ নেয়। গত ১১ সেপ্টেম্বর রাশিয়ার পূর্বাঞ্চলে এ মহড়া শুরু হয়েছিল এবং তা ১৭ সেপ্টেম্বর সোমবার পর্যন্ত চলবে। খবর আনাদোলুর।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেন, এ বিশাল মহড়ায় প্রায় তিন লাখ সেনা, ৩৬ হাজার সাঁজোয়া যান, এক হাজার যুদ্ধবিমান ও ৮০টি যুদ্ধজাহাজ অংশ নিচ্ছে। শীতল যুদ্ধ শেষ হওয়ার পর এটি রাশিয়ার সর্ববৃহৎ সামরিক মহড়া বলেও জানান শোইগু।
এ মহড়ার একটি অংশ পূর্ব সাইবেরিয়া ও প্রশান্ত মহাসাগরের দূরপ্রাচ্য অঞ্চলে অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে চীনা সৈন্যরাও মহড়ায় অংশ নিচ্ছেন।
শনিবার দূরপ্রাচ্যের ‘প্রিমোরি’ অঞ্চলে রাশিয়ার নৌসেনারা হেলিকপ্টার ও যুদ্ধবিমানের ছত্রছায়ায় ‘ক্লের্ক’ উপত্যকার একটি সমুদ্রসৈকত দখলের মহড়া চালায়।
রুশ সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তা জেনারেল দিমিত্রি কোভালেঙ্কো বলেন, এ মহড়ার অনন্য বৈশিষ্ট্য হচ্ছে- সেনা, নৌ ও বিমানবাহিনীর সব ধরনের যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জামের সমন্বয়ে এটি অনুষ্ঠিত হচ্ছে।
বৃহস্পতিবার এ মহড়ার একটি অংশ পরিদর্শনকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়া ও তার মিত্রদের রক্ষা করার জন্য রুশ সেনাবাহিনীকে আধুনিকতম যুদ্ধ উপকরণে সজ্জিত করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, রাশিয়ার সেনাবাহিনী যে কোনো আগ্রাসন প্রতিহত করার ক্ষমতা রাখে।