জাপান থেকে এলো আরও ৭ লাখ ৮১ হাজার টিকা

নিজস্ব প্রতিবেদক
কোভ্যাক্স সুবিধার আওতায় জাপান থেকে দেশে এসে পৌঁছেছে অ্যাস্ট্রাজেনেকার আরও সাত লাখ ৮১ হাজার ডোজ টিকা।

শনিবার (২১ আগস্ট) বিকেল ৩টা ১৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার চালান এসে পৌঁছায়।

এ সময় জাপানের পক্ষে দেশটির রাষ্ট্রদূত ও বাংলাদেশের পক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব জসিম উদ্দিন খান বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

শনিবার বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে দেশটি বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেয়ার ঘোষণা দিয়েছিল। গত ২ আগস্ট জাপান থেকে কোভ্যাক্সের আওতায় ছয় লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকার তৃতীয় চালান আসে। ৩১ জুলাই সাত লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকার দ্বিতীয় চালান আসে। গত ২৪ জুলাই জাপান থেকে দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকার প্রথম চালান ঢাকায় আসে।

পূর্ববর্তী নিবন্ধই-কমার্স প্রতিষ্ঠান ওয়ালকার্টের এক্সক্লুসিভ পার্টনার হলো ওয়ালটন হাই-টেক
পরবর্তী নিবন্ধকরোনায় আরও ১২০ জনের মৃত্যু, শনাক্ত ৩৯৯১