পপুলার২৪নিউজ ডেস্ক:
জাপানে তুষার ধসে আটজন ছাত্রের মৃত্যুর আশংকা করা হচ্ছে। এ ঘটনায় আরও দুজনের অবস্থা সঙ্কটাপন্ন।
সোমবার সকালে মধ্য জাপানের একটি হাইস্কুলের একদল ছাত্র ও শিক্ষক পর্বত আরোহণের সময় তুষার ধসের শিকার হলে এ হতাহতের ঘটনা ঘটে।
তবে কতজন ছাত্র দুর্ঘটনার শিকার হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সরকারের একজন কর্মকর্তা বলেন, রাজধানী টোকিও থেকে ১৬০ কিলোমিটার দূরবর্তী নাসুতে ৫২ জন ছাত্র এবং ১১ জন শিক্ষক একটি স্কি স্লোপে (স্কি খেলার ঢালু জায়গা) আরোহনের সময় এ বরফ ধসের ঘটনা ঘটে।
এর মধ্যে আটজনের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছন কর্মকর্তারা।
সাধারণত চিকিৎসকরা আনুষ্ঠানিক ঘোষণা না দেয়া পর্যন্ত জাপনি কর্মকর্তারা কাউকে মৃত ঘোষণা করেন না।
ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা বলেন, আমাদের এখানে বছরে এক থেকে দুটি তুষার ধসের ঘটনা ঘটে। কিন্তু কখনো এরকম বড় দুর্ঘটনা ঘটেনি।