জানা গেলো নয়নতারার বিয়ের তারিখ

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার ‘লেডি সুপারস্টার’ নয়নতারা পরিচালক বিগনেশ শিবানের সঙ্গে প্রায় অর্ধ যুগ চুটিয়ে প্রেম করছেন। এরপর ২০২১ সালে বাগদানও সেরেছেন তারা।

এরপর শোনা যাচ্ছিল, চলতি বছরেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন এই তারকা জুটি।

সম্প্রতি জানা গেলো তাদের বিয়ের দিন-তারিখ ঠিক হয়ে গেছে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, আসছে জুনের ৯ তারিখ বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন নয়নতারা ও বিগনেশ। পারিবারিকভাবে ভারতের তিরুমালার বেঙ্কটেশ্বর মন্দিরে হবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।

২০০৩ সালে মালয়ালম ‘মনসিনাক্কা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় নয়নতারার। ২০১৮ সালে ফোর্বস ম্যাগাজিনের সেলিব্রিটি হানড্রেড তালিকায় একমাত্র দক্ষিণী অভিনেত্রী হিসেবে জায়গা করে নিয়েছিলেন তিনি।

নয়নতারা ২০১৫ সালে বিগনেশের ‘নানুম রাউডি ধান’ সিনেমায় অভিনয় করেন। সিনেমাটির শুটিং সেটে প্রেমে জড়ান নির্মাতা-অভিনেত্রী। এরপর নয়নতারাকে নিয়ে ‘কাথুভাকুলা রেনডু কাঢাল’, ‘নেত্রীকান’ সিনেমা নির্মাণ করেছেন বিগনেশ।

শিগিগিরই বলিউডে অভিষেক হবে নয়নতারা। শাহরুখ খানের বিপরীতে ‘লায়ন’ সিনেমায় অভিনয় করছেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন তামিল নির্মাতা অ্যাটলি কুমার।

এদিকে বিয়ের আগে নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন অভিনেত্রী নয়নতারা। তামিল এই সিনেমাটির প্রযোজক ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। সিনেমাটি নিয়েও বেশ উচ্ছ্বসিত এই তারকা।

পূর্ববর্তী নিবন্ধলোকসানে কৌতিনিয়োকে বিক্রি করল বার্সা
পরবর্তী নিবন্ধবাংলাদেশ দ্রুত শ্রীলঙ্কা হতে যাচ্ছে : মির্জা ফখরুল ইসলাম