জাদেজার রেকর্ডের ছড়াছড়ি

পপুলার২৪নিউজ ডেস্ক:
ভারতের ভয়ঙ্কর দুই স্পিন জুটির নাম রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। মায়াবী ঘূর্ণিতে একের পর এক সাফল্যা এনে দিচ্ছেন দলকে। শ্রীলঙ্কার বিপক্ষ সিরিজের চলতি দ্বিতীয় টেস্টে ঘূর্ণিজাদুতে রেকর্ডবুকে নাম তুললেন জাদেজা। কলম্বো টেস্টে প্রথম ইনিংসে ২ উইকেট তুলে নিয়ে অনিল কুম্বলে-এরাপল্লী প্রসন্নকে টপকে গেলেন তিনি।

ভারতীয়দের মধ্যে টেস্টে দ্রুততম ১৫০ উইকেট প্রাপকদের তালিকায় এখন দুই নম্বরে আছেন জাদেজা। ২৯ টেস্টে এই ক্লাবে ঢুকে পড়ে ভারতীয়দের মধ্যে এক নম্বরে রয়েছেন সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন। শনিবার ক্যারিয়ারের ৩২তম টেস্টে শ্রীলঙ্কার ধনঞ্জয় ডিসিলভাকে শূন্য রানে প্যাভিলিয়নে ফিরিয়ে সিংহলিস স্পোর্টস ক্লাবে এই রেকর্ড গড়েন তিনি। এর আগে দিনের শুরুতেই চান্ডিমালকে বোকা বানিয়ে ব্যাকফুট স্কয়ার লেগে হার্দিকের ক্যাচ পরিণত করেন টেস্টের এক নম্বর বোলার।

বাঁ-হাতি বোলার হিসেবে অবশ্য পাঁচদিনের ক্রিকেটে ১৫০ উইকেটের ক্লাবে শীর্ষস্থানে জাদেজা। এর আগে ৩৪ ম্যাচে ১৫০ উইকেট পেয়েছিলেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি পেসার মিচেল জনসন। তার চেয়ে দুই টেস্ট কম খেলে রেকর্ড গড়েন জাদেজা।

বাঁ-হাতি স্পিনারদের মধ্যেও দ্রুততম ১৫০ উইকেট রবি শাস্ত্রীর। ৪০ টেস্ট খেলে ১৫০ উইকেট পেয়ে দুই নম্বরে নেমে এলেন দ্বীপরাষ্ট্রের বাঁ-হাতি স্পিনার রঙ্গনা হেরাথ। ৪১ টেস্ট খেলে এই ক্লাবে তিন নম্বরে রয়েছেন বিষেন সিং বেদী।

পূর্ববর্তী নিবন্ধক্ষুদ্র জাতিসত্তার মানুষের প্রতি রাষ্ট্রের আচরণ সব রেকর্ড ভেঙেছে:সন্তু লারমা
পরবর্তী নিবন্ধ৫৭ ধারার অপপ্রয়োগ বন্ধ করতে হবে: কাদের