নিজস্ব ডেস্ক:
১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে সোনালী ব্যাংক লিমিটেড শ্রদ্ধার্ঘ নিবেদন করেন। সকালে মতিঝিলের সোনালী ব্যাংক ভবনের সম্মুখভাগে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে সোনালী ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ আব্দুল মান্নান। এসময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইদ্রিছ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ মুরশেদুল কবির, জেনারেল ম্যানেজারগণ এবং ব্যাংকের সকল পর্যায়ের নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীগণ স্বাস্থ্য সুরক্ষা মেনে ও সামাজিক দুরত্ব নিশ্চিত করে শোক দিবসের কর্মসূচিতে অংশগ্র্রহণ করেন।