পপুলার২৪নিউজ প্রতিবেদক:
জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির (২০১৭-১৮ সালের দ্বিবার্ষিক) নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মুহাম্মদ শফিকুর রহমান। সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন ফরিদা ইয়াসমীন। শনিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। বর্তমান সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান এ পদে টানা দুই মেয়াদে নির্বাচিত হলেন। আর ফরিদা ইয়াসমীন হলেন প্রেসক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো নারী সাধারণ সম্পাদক। নির্বাচনে সফিক-ফরিদা প্যানেল ১৭টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৪ টি পদে জয়লাভ করে। অপরদিকে এমএ আজিজ ও কাদের গণি পরিষদে যুগ্ম সাধারণ সম্পাদকসহ দু’টি পদে জয়লাভ করে। এই দুই প্যানেলের বাইরে সদস্য পদে একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।
বর্তমান সভাপতি শফিকুর রহমান ৬৭২ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এম এ আজিজ পেয়েছেন ২৮৯ ভোট এবং খন্দকার মনিরুল আলম পেয়েছেন ১২০ ভোট। সাধারণ সম্পাদক পদে ফরিদা ইয়াসমিন ৪৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাদের গনি চৌধুরী পেয়েছেন ৩৫১ ভোট ও কামরুল ইসলাম ২৮২ ভোট পেয়েছেন। সিনিয়র সহ-সভাপতি পদে সাইফুল আলম (৮০৭ ভোট), সহ-সভাপতি পদে আজিজুল ইসলাম ভুঁইয়া (৫৭০ ভোট) যুগ্ম সাধারণ সম্পাদকের দু’টি পদে শাহেদ চৌধুরী (৬২৭ ভোট) ও ইলিয়াস খান (৪৫২ ভোট) নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে বর্তমান কোষাধ্যক্ষ কার্তিক চ্যাটার্জী ৪৭৮ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন। সদস্য পদে নির্বাচিত হন- শ্যামল দত্ত (৫৭৪ ভোট), কুদ্দুস আফরাদ (৫৩৫ ভোট), মাঈনুল আলম ( ৫১১ ভোট), রেজোয়ানুল হক রাজা (৪৮৮ ভোট), মোল্লা জালাল (৪৫৯ ভোট), শামসুদ্দিন আহমেদ চারু ( ৪৫২ ভোট), হাসান হাফিজ ( ৪২৩), শাহনাজ বেগম (৩৯৯), কল্যাণ সাহা (৩৭৮) ও হাসান আরেফিন (৩০৪)। এর আগে, শনিবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৭টি পদে মোট ৫২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ নির্বাচনে ইলেকট্রনিক পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এক হাজার ২১৮ ভোটের মধ্যে নির্বাচনে মোট ভোট পড়েছে ১ হাজার ৮৯টি।