জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার চলছে

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিরোধী দল জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে।

মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন দলীয় মনোনয়ন বোর্ড।হুসেইন মুহম্মদ এরশাদ মনোনয়ন বোর্ডে সভাপতিত্ব করছেন।

মনোনয়ন বোর্ডে রয়েছেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদারসহ সিনিয়র নেতারা।

শুরুতেই মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ করে স্বাগত বক্তব্য দেন দলের মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার।তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার আহবান জানান।

আজ সারা দেশের ৩০০ আসনে যারা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, সবার সাক্ষাৎকার নেয়ার কথা।

সাক্ষাৎকার উপলক্ষে ইমানুয়েল কনভেনশন সেন্টারে জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশীরা ভিড় জমেছে।সেখানে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারা দেশে দুই হাজার ৮৬৫ নেতা জাতীয় পার্টির মনোনয়ন ফরম কিনেছেন।তারা সবাই আজ এসেছেন সাক্ষাৎকার দিতে।

পূর্ববর্তী নিবন্ধজীবন বিসর্জন দিয়ে সাপের বিষ পরীক্ষা করে গেছেন যে গবেষক
পরবর্তী নিবন্ধভারতে সামরিকঘাঁটিতে বিস্ফোরণে নিহত ৬