জাতীয় নির্বাচন নিয়ে এরশাদের সংশয়

পপুলার২৪নিউজ প্রতিবেদক :

একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

তিনি বলেন, একটি দল সাত দফা দিয়েছে। সবকিছু মিলিয়ে আগামী দিনগুলোকে স্বচ্ছ মনে হচ্ছে না। আমরা সুষ্ঠু নির্বাচন চাই, সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা চাই।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার সকালে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশে এরশাদ এসব কথা বলেন।

সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো নিয়ে নির্বাচনকালীন সরকার গঠনের কথা বলেছেন সাবেক এই রাষ্ট্রপতি।

তিনি বলেন, আমরা জাতীয় পার্টি সবসময় নির্বাচন করেছি। আজও আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। তবে আমরা সুষ্ঠু নির্বাচন চাই। অবাধ নির্বাচন চাই। নিশ্চয়তা চাই, আমরা যারা সংসদে আছি সবার সমন্বয়ে নির্বাচনকালীর সরকার গঠন করতে হবে।

এরশাদ বলেন, ‘আমরা সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা চাই। নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে।’

জাতীয় পার্টি নির্বাচন পদ্ধতির পরিবর্তন করতে চায় উল্লেখ করে এরশাদ বলেন, ‘দেশের প্রত্যেকটি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। আমরা নির্বাচন পদ্ধতির পরিবর্তন করতে চায়। ’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিজের জীবনের শেষ নির্বাচন উল্লেখ করে এরশাদ বলেন, ‘আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেয়া হবে। আমি জোটের সবাইকে প্রার্থী তালিকা দিতে বলব। তবে দলের চেয়ে প্রার্থীর যোগ্যতা বেশি হতে হবে।’

পূর্ববর্তী নিবন্ধদোয়া চাইলেন আইয়ুব বাচ্চুর ছেলে
পরবর্তী নিবন্ধএবার বলিউডে যৌন হেনস্থার অভিযোগ ইরানি নায়িকার