জাতীয় দলের ৪ ফুটবলার করোনায় আক্রান্ত

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ের প্রাথমিক ক্যাম্পে থাকা ফুটবলারদের মধ্যে ৪ জনের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তারা হলেন- বিশ্বনাথ ঘোষ, এম এস বাবলু, সুমন রেজা ও নাজমুল ইসলাম।

বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায় ১১ ফুটবলারের সঙ্গে কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফ মিলে মোট ২০ জনের করোনা পরীক্ষা করানো হয়। যাদের মধ্যে ৩ জনের ফল পজিটিভ আসে। তারা সবাই ফুটবলার।

পুলিশ এফসির নাজমুল ও বাবলু এবং উত্তর বারিধারার সুমন রেজা- এই তিনজনই জাতীয় দলের ক্যাম্পে প্রথমবার ডাক পেয়েছিলেন। বাফুফের ব্যবস্থাপনা করানো পরীক্ষায় তাদের ফল পজিটিভ আসে।

আর বসুন্ধরা কিংসের বিশ্বনাথ দুদিন আগে নিজস্ব ব্যবস্থাপনায় করোনা পরীক্ষা করিয়েছিলেন। যার ফল পজিটিভ আসায় এদিন তিনি বাফুফেতে রিপোর্ট করেননি।

প্রাথমিক ক্যাম্পে ডাক পাওয়া ৩৬ ফুটবলারদের মধ্যে ৩১ জনের তিন ধাপে বুধবার থেকে ক্যাম্পে যোগ দেওয়ার কথা। প্রথম দিন ১২ ফুটবলারের যোগ দেওয়ার কথা থাকলেও বিশ্বনাথ করোনা আক্রান্ত হওয়ায় যোগ দেননি। বাকি ১১জন বাফুফেতে রিপোর্ট করেন।

বৃহস্পতিবার ১২ জন ও শুক্রবার আরো ৭ জন ফুটবলার বাফুফেতে রিপোর্ট করবেন। তাদেরও করোনা পরীক্ষা করানো হবে। ফলাফল নেগেটিভ এলেই কেবল গাজীপুরের সারাহ রিসোর্টের ক্যাম্পে যোগ দেওয়ার অনুমতি পাবেন তারা।

নিয়ম অনুযায়ী নিজস্ব ব্যবস্থাপনায় একবার করোনা পরীক্ষা করিয়ে বাফুফেতে রিপোর্ট করতে হবে ফুটবলারদের। এরপর বাফুফের ব্যবস্থাপনায় হবে আরেকবার পরীক্ষা। প্রথম দিন মোট ৪ ফুটবলার করোনা পজিটিভ হওয়ায় সংখ্যাটা আরো বাড়ে কিনা সেই শঙ্কা থাকছেই। কারণ অর্ধেকের বেশি ফুটবলারেরই এখনো পরীক্ষা করা বাকি।

পূর্ববর্তী নিবন্ধকরোনার হানায় নিস্তেজ চামড়া শিল্প
পরবর্তী নিবন্ধবৈরুত বিস্ফোরণ: এখনো ১০০ মানুষ নিখোঁজ