জাতীয়তাবাদী প্যানেলে সভাপতি প্রার্থী জয়নাল, সম্পাদক খোকন

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে অ্যাডভোকেট জয়নাল আবেদিনকে সভাপতি এবং ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে সম্পাদক প্রার্থী করে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্যানেল ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি জানান, বুধবার রাতে রাজধানীর গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দলের জ্যেষ্ঠ নেতা এবং আইনজীবীদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে খালেদা জিয়ার সঙ্গে সমিতির নির্বাচনে প্রার্থী নিয়ে আলোচনা করেন সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবীরা। বৈঠক শেষে মনোনীতদের নাম ঘোষণা করেন তারা।

বৈঠকে সুপ্রিমককোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের সভাপতি প্রার্থী হিসেবে অ্যাডভোকেট জয়নাল আবেদিনকে এবং সম্পাদক পদে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে মনোনয়ন দেয়া হয় বলে জানান শায়রুল কবির।

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ২০১৭-২০১৮ মেয়াদে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়েছে। এতে আগামী ২২ ও ২৩ মার্চ ভোট গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে।

তফসিল অনুযায়ী, ১ মার্চ থেকে ১১ মার্চ পযন্ত মনোনয়নপত্র দাখিল এবং মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১৪ মার্চ।

২০১৬-২০১৭ সেশনের নির্বাচন গত বছরের ২৩ ও ২৪ মার্চ অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ও সম্পাদক পদে বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিমানবন্দরে ৪০ লাখ টাকার সোনার বার আটক
পরবর্তী নিবন্ধইউজিসি উচ্চশিক্ষা কমিশনে রূপান্তর করা হচ্ছে:শিক্ষামন্ত্রী