জাতীয় সংসদ নির্বাচনে সাংসদ নির্বাচিত হওয়ায় অর্থমন্ত্রীকে বিএইচবিএফসি’র পক্ষ থেকে শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক: গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এবার নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে ৫ম বারের মতো সাংসদ নির্বাচিত হওয়ায় আর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালকে মঙ্গলবার বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুল মান্নান, উপব্যবস্থাপনা পরিচালক অরুণ কুমার চৌধুরী ও মহাব্যবস্থাপক মো. খাইরুল ইসলাম। এদিকে গত ৭ জানুয়ারি সারাদেশে একযোগে ২৯৯ আসনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২৯৮ আসনের ফল বেসরকারিভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কমিশনের দেওয়া তালিকা অনুয়ায়ী নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে ২৯৮ আসনের মধ্যে আওয়ামী লীগ ২২২ আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠা লাভ করেছেন। নির্বাচনে জাতীয় পার্টি ১১ এবং ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টি একটি করে আসনে নির্বাচিত হয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে জয়লাভ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধগুঞ্জন উড়িয়ে কালই শপথ নিচ্ছেন জাতীয় পার্টির ১১ এমপি
পরবর্তী নিবন্ধরিজার্ভ নামলো ২০ বিলিয়নে