জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থাপনায় ফেরদৌস-পূর্ণিমা

বিনোদন ডেস্ক : জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান উপস্থাপনা করবেন তারকা জুটি ফেরদৌস আহমেদ ও পূর্ণিমা। আগামী ১৪ নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২’-এর আসর বসবে। এতে উপস্থিত হয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ বিষয়ে পূর্ণিমা বলেন, ‘চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এ ধরনের পুরস্কার প্রদান অনুষ্ঠানের অংশ হতে পারা আনন্দের। এতে উপস্থাপনার জন্য সম্মতি দিয়েছি। আমার সঙ্গে থাকবে ফেরদৌস।’

আশাবাদ ব্যক্ত করে পূর্ণিমা বলেন, ‘এর আগেও তার সঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়াও শতাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। সবাই অনুষ্ঠানগুলোর বেশ প্রশংসা করেছেন। আশা করছি, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের এবারের আসরটি দু’জনে জমিয়ে তুলতে পারব।’

প্রস্তুতি শুরু করেছেন ফেরেদৌস-পূর্ণিমা। তা উল্লেখ করে এই অভিনেতা বলেন, ‘সহশিল্পীর সঙ্গে বোঝাপড়া থাকলে কাজটি ভালো হয়। সহশিল্পীর পরিচয় ছাপিয়ে পূর্ণিমার সঙ্গে বন্ধুত্ব আমার অনেক দিনের। দু’জন আবারো জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থাপনা করতে যাচ্ছি ভেবে ভালো লাগছে। এরই মধ্যে আমারা প্রস্তুতি শুরু করেছি। আমাদের আইডিয়া শেয়ারিং হয়েছে। ১৩ নভেম্বর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে চূড়ান্ত মহড়া শেষে পরের দিন মঞ্চে উঠব।’

এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন চঞ্চল চৌধুরী। ‘হাওয়া’ সিনেমায় অভিনয়ের জন্য এ পুরস্কার পেতে যাচ্ছেন তিনি। অন্যদিকে সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন (যৌথভাবে) জয়া আহসান ও রিকিতা নন্দিনী শিমু। যথাক্রমে ‘বিউটি সার্কাস’ ও ‘শিমু’ সিনেমায় অভিনয়ের জন্য এই পুরস্কার পাবেন তারা।

আজীবন সম্মাননা পাচ্ছেন বরেণ্য অভিনয়শিল্পী খসরু ও রোজিনা। পুরস্কার প্রদান অনুষ্ঠানকে ঘিরে থাকছে তারকা শিল্পীদের জমজমাট পরিবেশনা।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের বিশ্বকাপ দলে সাকিবের বদলি এনামুল হক বিজয়
পরবর্তী নিবন্ধসিইসির সঙ্গে তিন গোয়েন্দা সংস্থার প্রধানদের বৈঠক