পপুলার২৪নিউজ প্রতিবেদক:
নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ‘হামলা হচ্ছে’ জানিয়ে তাদের (শিক্ষার্থী) নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দেয়া জাতিসংঘ ও মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের বিবৃতিকে ‘অনভিপ্রেত ও অযাচিত’ বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মঙ্গলবার সচিবালয়ে নিজ দফতরে এক প্রেস ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী একথা বলেন।
তিনি বলেন, ‘জাতিসংঘের বাংলাদেশ প্রধানের বিবৃতি ও মার্কিন দূতাবাসের বিবৃতি নিরাপদ সড়ক আন্দোলনের কোমলমতি ছাত্রছাত্রীদের আন্দোলন সম্পর্কে সঠিক বিবৃতি নয়। আমি সরকারের পক্ষ থেকে তথ্যমন্ত্রী হিসেবে এই বিবৃতিকে অনভিপ্রেত মনে করি, অযাচিত মনে করি। আশা করি তারা এই ধরণের বিবৃতি দেবেন না। এবং বাংলাদেশের প্রকৃত ঘটনার ভিন্ন চিত্রায়ণ করবেন না।’