সাইদ রিপন: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমাদের কাজ আমরাই করবো। জাতিসংঘের এসডিজি বিষয়ক অনেক সভায় আমি অংশ নিয়েছি। তবে জাতিসংঘ বিভিন্ন আশা দিয়ে থাকে, সব শেষে তারা কিছুই দেয় না। জাতিসংঘের ফোরামে গেলে তারা অনেক মিটিং করে, খাওয়া-দাওয়া ভালো দিয়ে থাকে। তবে সবশেষে জাতিসংঘ উৎসাহ ছাড়া কিছুই দেয় না।
মঙ্গলবার(২৩ জুলাই) শেরে বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য আমাদের অনেক অর্থ দরকার। তবে এসডিজি বাস্তবায়নে জাতিসংঘ থেকে খুব বেশি আশা করা যাবে না। আমাদের নিজেদের অর্থেই এসডিজি বাস্তবায়ন করতে হবে।
মন্ত্রী বলেন, ‘বাইরে থেকে খুব একটা আর্থিক সহায়তা আসবে বলে মনে হয় না। মূল কথা আমরা কমিটেড, আমরা কঠোর পরিশ্রম করে টার্গেট পূরণ করবো। আমাদের প্রচুর অর্থ লাগবে। এসডিজি উন্নয়ন বাজেটে ঢুকিয়েছি। আমাদের জিডিপি প্রবৃদ্ধি ভালো, অভ্যান্তরের আর্থিক অবস্থাও ভালো। তবে বাইরের অর্থ পেলে এসডিজি বাস্তবায়ন আরো ভালো হতো।
জাতিসংঘে এসডিজি নানা ফোরামে অংশগ্রহণের বিষয়ে মন্ত্রী বলেন, এসডিজি নিয়ে আমরা কি করছি এটা তুলে ধরেছি। আমরা এসডিজি নিয়ে নানা প্রকল্প বাস্তবায়ন করছি। ২০০০ সালে শুরু হওয়া ‘মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল’ বা এমডিজি অর্জনের সময় শেষ হয় ২০১৫ সালে।
এরপর জাতিসংঘ ঘোষণা করে ১৫ বছর মেয়াদি ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল’ বা এসডিজি৷ জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে ২০১৬ থেকে ২০৩০ মেয়াদে এসডিজির ১৭টি লক্ষ্য পূরণ করতে হবে। ১৭টি গোলের অনেক কিছুই আমাদের নিজেদের করতে হবে। যেমন দারিদ্র বিমোচন, সুপেয় পানি-স্যানিটেশন, শিক্ষা এগুলো আমাদের নিজেদের তাগিদেই করতে হবে।’
মন্ত্রী আরো বলেন, বিশ্ব ফোরামে বাংলাদেশকে তুলে ধরেছি। আমি মনে করেছি অর্থনীতির বিষয়ে বিদেশ থেকে বেশি আশা না করাই ভালো। আমাদের অভ্যান্তরীণ সম্পদ থেকে অর্থ বের করতে হবে। আমাদের জিডিপি প্রবৃদ্ধি বাড়ছে-মাথাপিছু আয়ও বাড়ছে। ফলে আমাদের নিজেদের অর্থ দিয়েই এসডিজি বাস্তবায়ন করতে পারবো।
তিনি বলেন, গ্লোবাল ক্লাইমেট ফাণ্ড পেতে সমস্যা হয়। তাই আমরা নিজেরেই এমন একটা ফান্ড করিছি।যেটা দিয়ে নিজেদের উদ্যোগেই জলবায়ু মোকাবেলা করছি এবং করবো। দূর্ণীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা সম্পর্কে মন্ত্রী বলেন, আপনারা (সাংবাদিক) দুর্ণীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে তথ্য দেন, ফাইল দেন আমি ব্যবস্থা নেবো।’
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন,সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম, পরিকল্পনা বিভাগ সচিব নূরুল আমিন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মনোয়ার আহমেদ, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) বেগম সাহিন আহমেদ চৌধুরী প্রমূখ।