জাতির উদ্দেশে ভাষণ দেবেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খান দেশটির স্থানীয় সময় শুক্রবার (৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তার দলের পেশোয়ার শাখা এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে। খবর জিও নিউজের।

এর আগে ইসলামাবাদ অভিমুখে পিটিআই’র লংমার্চের সপ্তম দিনে গুজরানওয়ালার আল্লাহওয়ালা চকে ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে ইমরানসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন।

এদিকে পিটিআই সাধারণ সম্পাদক আসাদ উমর ঘোষণা করেছিলেন, শুক্রবারের নামাজের পরে দেশব্যাপী বিক্ষোভ অনুষ্ঠিত হবে ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে।

জানা গেছে, বৃহস্পতিবার (৩ নভেম্বর) পাকিস্তানের পূর্বাঞ্চলে চলমান লংমার্চে নেতৃত্ব দেওয়ার সময় ইমরান খানের গাড়িবহরে গুলি চালানো হয়। এতে ইমরান খানসহ আরও ৭ জন আহত হয়েছেন।

পিটিআই নেতা ড. ইয়াসমিন রশিদ শুক্রবার (৪ নভেম্বর) বলেন যে পিটিআই চেয়ারম্যান ইমরান খানের পায়ে দুটি গুলি লেগেছে।

শুক্রবার ভোরের দিকে লাহোরের শওকত খানম হাসপাতালে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় পিটিআই সেন্ট্রাল পাঞ্জাবের সভাপতি আরও বলেন, ইমরান খানের চিকিৎসার আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯৮
পরবর্তী নিবন্ধগোপালগঞ্জে বাসের ধাক্কায় দুলাভাই- শ্যালক নিহত