মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তিনি ভাষণ শুরু করেন।
বাংলাদেশ টেলিভিশন এবং বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল ভাষণটি সরাসরি সম্প্রচার করছে।
ভাষণের শুরুতে দেশবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। এরপর টানা তিন মেয়াদে তার সরকারের আমলে দেশের উন্নয়নে যেসব কাজ করেছেন সেগুলো তুলে ধরছেন তিনি। সমসাময়িক বিশ্ব পরিস্থিতি, অর্থনৈতিক সংকট, করোনা মহামারিসহ বিভিন্ন প্রসঙ্গে কথা বলছেন তিনি।