জাগতে শুরু হয়েছে ভারতের একমাত্র আগ্নেয়গিরিটি

পপুলার২৪নিউজ ডেস্ক:

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরিতে ফের ধোঁয়া এবং লাভার উদগীরণ শুরু হয়েছে।

১৫০ বছর ঘুমিয়ে থাকার পর ১৯৯১ সালে ব্যারেন দ্বীপের ওই আগ্নেয়গিরিতে লাভার উদগীরণ হয়। এরপর থেকে এতে বেশ কয়েকবার স্বল্প সময়ের জন্য ধোঁয়া ও লাভার উদগীরণ হতে দেখা গেছে। ভারতের উপকূলীয় শহর গোয়াভিত্তিক দেশটির জাতীয় সমুদ্রবিজ্ঞান ইনস্টিটিউট (এনআইও) এ কথা জানিয়েছে।

আগ্নেয়গিরিটি থেকে ৫ থেকে ১০ মিনিটের ছোট ছোট পর্বে লাভার উদগীরণ হচ্ছে।
দিনের বেলায় শুধু ধোঁয়া উঠতে দেখা গেলেও রাতে লাল লাভার উদগীরণ হতে দেখা যায়।

আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের এই দ্বীপটিতে কোনো মানববসতি নেই।
সূত্র : টাইমস অফ ইন্ডিয়া

পূর্ববর্তী নিবন্ধতুষার ঝড়ে আফগানিস্তানে ব্যাপক প্রাণহানি
পরবর্তী নিবন্ধচাঁপাইনবাবগঞ্জে দুই শিশুর খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ