জাকির নায়েকের পাসপোর্ট বাজেয়াপ্ত

পপুলার২৪নিউজ ডেস্ক:
ভারতে বিতর্কিত ইসলাম ধর্ম প্রচারক জাকির নায়েকের পাসপোর্ট বাজেয়াপ্ত করেছে গোয়েন্দা সংস্থা এনআইএ। সন্ত্রাসবাদী সংগঠনের হাতে টাকা তুলে দেওয়ার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। তবে বারবার তিনি উপস্থিত হতে ব্যর্থ হয়েছেন। যার জেরে তার পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়।

মুম্বাইয়ের আঞ্চলিক পাসপোর্ট অফিস সূত্রে জানা গেছে, জাকির নায়েককে শোকজ নোটিশ পাঠানো হয়েছিল। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকায় ১৩ জুলাই ব্যক্তিগতভাবে দেখা করতে বলা হয়েছিল। কিন্তু নানা কারণ দেখিয়ে তিনি আসেননি। তাই তার পাসপোর্ট বাজেয়াপ্ত করেছে এনআইএ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও তার বিরুদ্ধে অভিযোগ থাকায় পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনৌকাডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
পরবর্তী নিবন্ধআবারো ‘জিত’ শাস্ত্রীর