জলবায়ু চুক্তির গুরুত্ব তুলে ধরলেন জাতিসংঘ মহাসচিব

পপুলার২৪নিউজ ডেস্ক:
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস নতুন করে জলবায়ু চুক্তির গুরুত্ব তুলে ধরলেন। তিনি এটিকে অপরিহার্য বিষয় বলেও উল্লেখ করেছেন। সম্প্রতি নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে এক ভাষণে তিনি বিষয়টি তুলে ধরেন।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মানুষের তৈরি গ্লোবাল ওয়ার্মিংকে ফাঁকিবাজি বলে অভিহিত করেছিলেন।

মার্কিন প্রেসিডেন্টের বিষয়ে ইঙ্গিত করে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘কোনো দেশের সরকার ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তি বা বিশ্ববাসীর আকাঙ্ক্ষা নিয়ে সন্দেহ প্রকাশ করতে পারে। তবে অন্যদের আরও ঘনিষ্ঠভাবে এ সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে। ’

জাতিসংঘ মহাসচিব এ সময় বলেন, ‘বিশ্ব আজ খুবই বাজে অবস্থায় রয়েছে। তাই প্যারিস জলবায়ু চুক্তি বাস্তবায়ন করাটা অপরিহার্য হয়ে উঠেছে। ’

মার্কিন যুক্তরাষ্ট্রের এ জলবায়ু চুক্তির পক্ষে কঠোর অবস্থান নেওয়া উচিত বলেও উল্লেখ করেন মহাসচিব।

পূর্ববর্তী নিবন্ধশুটিং বাকি থাকলেও ডাবিং শেষ!
পরবর্তী নিবন্ধসমালোচনার জেরে পোশাক জ্বালিয়ে দিলেন গায়িকা