পপুলার২৪নিউজ ডেস্ক :
জম্মুর শ্রীনগরে বাস খাদে পড়ে ১৬ জন অমরনাথ তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। এছাড়া ওই দুর্ঘটনায় আহত হয়েছেন ২৯ জন। রবিবার (১৬ জুলাই) বিকেলে জম্মুর শ্রীনগরের ন্যাশনাল হাইওয়েতে ওই দুর্ঘটনা ঘটে।
সোমবার (১৭ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর প্রকাম করেছে।
খবরে বলা হয়, রবিবার বিকেলে অমরনাথ তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস খাদে পড়ে যায়। ওই দুর্ঘটনায় আরো ২৯ জন আহত হয়েছে। এদের মধ্যে ১৮ জনকে বিমানে করে জম্মুতে নিয়ে যাওয়া হয়েছে। আর বাকি ১১ জনকে শ্রীনগরের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই দুর্ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইট বার্তায় মোদি বলেন, ‘আমি প্রার্থনা করি জম্মু-কাশ্মিরে যারা বাস দুর্ঘটনায় আহত হয়েছেন তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। যারা ওই দুর্ঘটনায় মারা গেছেন তাদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।’
গত সপ্তাহেই জম্মু-কাশ্মিরে একটি বাসে সন্ত্রাসী হামলার ঘটনায় সাত অমরনাথ তীর্থযাত্রীর মৃত্যু হয়। ওই হামলায় আহত একজন রবিবার প্রাণ হারিয়েছেন।