জমলো না ম্যানচেস্টার ডার্বি

স্পোর্টস ডেস্ক:

ম্যাড়মেড়ে ম্যানচেস্টার ডার্বিতে জেতেনি কেউ। রোববার প্রিমিয়ার লিগে ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। ফলে চ্যাম্পিয়নস লিগের যোগ্যতা অর্জনের আশায় একটি বড় ধাক্কা খেয়েছে সিটি।

পেপ গার্দিওলার দল এখন ৫২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে, চেলসির চেয়ে এক পয়েন্ট পিছিয়ে, আর ইউনাইটেড ৩৮ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে অবস্থান করছে।

উভয় দলই কঠিন মৌসুমের মধ্য দিয়ে যাওয়ায়, তারা পরিষ্কার গোলের সুযোগ খুব একটা তৈরি করতে পারেনি। বিশেষ করে ওল্ড ট্র্যাফোর্ডে প্রথমার্ধ ছিল একেবারে বিবর্ণ।

বিরতির পর খেলা কিছুটা জমে ওঠে এবং সিটির ফরোয়ার্ড ওমর মারমুশ ২৫ গজ দূর থেকে একটি দুর্দান্ত শট নেন, যা ইউনাইটেড গোলরক্ষক আন্দ্রে ওনানা চমৎকারভাবে রুখে দেন।

দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে ইউনাইটেডের সবচেয়ে ভালো সুযোগটি আসে জোশুয়া জার্কজির থেকে, যিনি ঘুরে দাঁড়িয়ে একটি হাফ-ভলি শট নেন। কিন্তু সিটির গোলরক্ষক এডারসন অসাধারণ দুই হাতে সেই শট ঠেকিয়ে দেন।

পূর্ববর্তী নিবন্ধগুজরাটের দাপুটে জয়ের ম্যাচে টানা চতুর্থ হার হায়দরাবাদের
পরবর্তী নিবন্ধ২৬ ম্যাচ পর হারলো লিভারপুল