বিপপুলার২৪নিউজ হায়দার হোসেন মুকসুদপুর গোপালগঞ্জ প্রতিনিধি: দ্যালয়ে তখনও ক্লাস শুরু হয়নি। শিক্ষার্থীরা বিদ্যালয়ের মাঠে ছোটাছুটি করছে। এমন সময় পাশের গ্রামীন পথ দিয়ে হেটে যাচ্ছিলো একজন জনপ্রতিনিধি। তিনি শিক্ষার্থীদের একত্রিত করলেন। নিয়ে গেলেন একটি শ্রেণি কক্ষে। বিদ্যালয়ের অফিস কক্ষ থেকে নিয়ে আসলেন একটি বই। শুরু করলেন পাঠদান। পাঠদান চললো প্রায় আধ ঘন্টা।
বৃহস্পতিবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ৫৪ নং দেবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিদ্যালয়টির সহকারী শিক্ষক এসএম জাফর আহম্মেদ বলেন, সকাল ৯ টার দিকে জেলা পরিষদ সদস্য দেবদুলাল বসু পল্টু বিদ্যালয়ের সামনে দিয়ে হেটে যাচ্ছিলেন। বিদ্যালয় মাঠে তিনি শিক্ষার্থীদের দেখে একটি শ্রেণি কক্ষে ডেকে নিয়ে ‘ছোটদের শেখ হাসিনা’ বইটি থেকে আধা ঘন্টা পাঠদান করান।
দেবদুলাল বসু পল্টু বলেন, কোমলমতি শিক্ষার্থীদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সম্পর্কে জানা প্রয়োজন। সেই দিক বিবেচনা করে স্কুল শুরুর আগে আমি ‘ছোটদের শেখ হাসিনা’ বই থেকে আজ শিক্ষার্থীদের আধা ঘন্টা পাঠদান করলাম। আমি পর্যায়ক্রমে আমার ওয়ার্ডের সকল বিদ্যালয়ে গিয়ে খোঁজ খবর নিবো। বিদ্যালয়গুলোতে ছোটদের শেখ হাসিনা বইটি পড়ানো হয় কিনা।