নিজস্ব প্রতিবেদক: জনতা ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমানের সাথে সম্প্রতি ব্যাংকটির সাবেক র্নিবাহীদের সংগঠন জনতা ব্যাংক রিটার্য়াড এক্সিকিউটিভ্স ফোরামের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষা করেন। তাঁরা জনতা ব্যাংককে পুরনো ঐতিহ্য ও গৌরবের অবস্থানে নিয়ে যেতে সব ধরনের সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় ফোরামের সভাপতি ও মোঃ নুরুল ইসলাম মোল্লা, সহসভাপতি মোঃ শা’দত হোসেন, তপাদার মোঃ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক শাহ্ মোঃ আসাদ উল্লাহ, যুগ্ম সম্পাদক মোফাজ্জল হোসেন খান, র্নিবাহী সদস্য এ কে এম রশীদুজ্জামান, আব্দুস সালাম খান, মিসেস কহিনূর আলম এবং আজীবন সদস্য মোঃ শহীদুল ইসলাম, মোঃ শাহ আলম (মিলন), র্মীজা মোঃ আব্দুল বাছেত, মোঃ মাহবুবুর রহমান, খান আবুল কালাম প্রমুখ উপস্থিত ছিলেন।