জনতা ব্যাংকে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

জনতা ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর মো. মজিবর রহমানের সভাপতিত্বে ব্যাংকের প্রধান কার্যালয়ে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির (এ্যালকো) সভা অনুষ্ঠিত হয়।

সোমবার অনুষ্ঠিত সভায় ব্যাংকের ডিএমডি মো. গোলাম মরতুজা, মো. ফয়েজ আলম ও মো. নুরুল আলম এফসিএমএ, এফসিএ (সিএফও) এবং সংশ্লিষ্ট জিএম ও ডিজিএমগণ উপস্থিত ছিলেন।

সভায় উদ্বোধনী বক্তব্যে এমডি মো. মজিবর রহমান বর্তমানে ব্যাংকের সার্বিক অবস্থার আলোকে কর্মকৌশল নির্ধারণ করে অটো চালান গ্রহণের পরিমাণ বৃদ্ধি, ফরেন রেমিট্যান্স বৃদ্ধি, স্বল্প সুদের আমানত বৃদ্ধি, শ্রেণিকৃত ঋণ আদায় ও হ্রাস, অবলোপনকৃত ঋণ আদায়ে জোর দেয়াসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধতামিমকে হাসপাতালে রেখে সহজেই জিতলো মোহামেডান
পরবর্তী নিবন্ধআপিল বিভাগে দুই বিচারপতি নিয়োগ