জনতা ব্যাংকে অ্যাসেট – লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
জনতা ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর মো. মজিবর রহমানের সভাপতিত্বে ব্যাংকের প্রধান কার্যালয়ে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির (এ্যালকো) সভা অনুষ্ঠিত হয়।

রবিবার অনুষ্ঠিত সভায় ব্যাংকের ডি এম ডি মো.ফয়েজ আলম ও মো. নুরুল আলম এফসিএম এ, এফ সি এ ( সিএফও ) এবং সংশ্লিষ্ট জিএম ও ডিজিএমগণ উপস্থিত ছিলেন।

সভায় উদ্বোধনী বক্তব্যে এমডি মো.মজিবর রহমান বর্তমানে ব্যাংকের সার্বিক অবস্থার আলোকে কর্ম কৌশল নির্ধারণ করে অটো চালান গ্রহণের পরিমাণ বৃদ্ধি , ফরেন রেমিট্যান্স বৃদ্ধি , স্বল্প সুদের আমানত বৃদ্ধি , শ্রেণিকৃত ঋণ আদায় ও হ্রাস , অবলোপনকৃত ঋণ আদায়ে জোর দেয়া সহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধসিএনজি চালক মিটারের বেশি ভাড়া নিলে ৫০ টাকা হাজার জরিমানা
পরবর্তী নিবন্ধনারী ক্রিকেটার সোহেলি আক্তারকে ৫ বছর নিষিদ্ধ করলো আইসিসি