জনতা ব্যাংকের ৮৩৪ তম বোর্ড সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
জনতা ব্যাংক পিএলসি-এর ৮৩৪ তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমানের সভা পতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় ব্যাংকের পরিচালককে. এম.সামছুলআলম, ড. মো. আব্দুসসবুর, আব্দুলমজিদশেখ, একেএমখবিরউদ্দিনচৌধুরী, আব্দুলআওয়ালসরকার, ড. মো.সাহাদাত হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান এবং উপব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম মরতুজা ও মো. নুরুল আলম, এফসিএ (সিএফও) উপস্থিত ছিলেন।

সভায় শ্রেণীকৃত খেলাপি ঋণ আদায়সহ ব্যাংকের অন্যান্য করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধঅবশেষে মায়ের বুকে ছেলে
পরবর্তী নিবন্ধ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি খালেদা জিয়া