জনতা ব্যাংকের ১০০ দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

জনতা ব্যাংকের সব ব্যবসায়িক সূচকে বড় অগ্রগতি সৃষ্টিও ব্যবসায়িক লক্ষ্য মাত্রা অর্জনের লক্ষ্যে ১০০ দিনের (২০ ফেব্রুয়ারি ২০২৫ হতে ৩০মে ২০২৫) বিশেষ কর্ম পরিকল্পনা ঘোষণা করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান।এই কর্মসূচির মাধ্যমে আমানতের প্রবৃদ্ধিও খেলাপী ঋণ আদায়সহ বিভিন্ন গুরুত্ব পূর্ণ সূচকে জনতা ব্যাংককে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।২০ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভার্চুয়াল সম্মেলনের মাধ্যমে তিনি একর্মসূচি সফল করতে কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ প্রদান করেন।
এসময় ব্যবস্থাপনা পরিচালক কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, এই কর্মসূচি সফল ভাবে বাস্তবায়িত হলে ব্যাংকের সর্বস্তরে কর্মচাঞ্চল্য সৃষ্টিও গতিশীলতা বৃদ্ধি পাবে।

পাশ পাশি যে সমস্ত নির্বাহীও কর্মকর্তা লক্ষ্য মাত্রার শত ভাগ সফলতা অর্জন করতে পারবেন তাদেরকে পুরস্কৃত করার ঘোষণা দেন।
ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে একর্মসূচির উদ্বোধন কালে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক গোলাম মরতুজা, মো: ফয়েজ আলমও মো: নুরুল আলম এফসিএমএ, এফসিএ (সিএফও), মহাব্যবস্থাপক বৃন্দসহ উর্ধ্বতন নির্বাহী বৃন্দ।এছাড়া অনলাইনে সকল বিভাগীয় কার্যালয়, এরিয়া অফিসও শাখা প্রধান গণ সংযুক্ত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধস্মিথ নয়, সালমানের সঙ্গে দক্ষিণের তারকা চান পরিচালক
পরবর্তী নিবন্ধনিজের সিনেমার পোস্টার থেকেই বাদ ঊর্বশী!