জনতা ব্যাংকের সাথে ইউজিসি’র সমঝোতা স্মারক 

পপুলার২৪নিউজ ডেস্ক:

সহজ শর্তে গৃহ নির্মাণ ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এবং জনতা ব্যাংক লিমিটেড এর মধ্যে গত রোববার (১৬ আগস্ট ) একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। জনতা ব্যাংকের ডিএমডি মো. ইসমাইল হোসেন এবং ইউজিসি’র সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরের উপস্থিতিতে ব্যাংকের ইউজিসি শাখার ব্যবস্থাপক মো. সাজ্জাদ হোসেন এবং ইউজিসি’র সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ব্যাংকের ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের জিএম মহাব্যবস্থাপক মো. মুরশেদুল কবীর, ইউজিসি’র স্ট্র্যাটেজিক প্লানিং ও কোয়ালিটি অ্যাসিউরেন্স বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূইয়া, জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন, পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মো. কামাল হোসেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. মোঃ ফখরুল ইসলাম, গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) মো. ওমর ফারখ, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহ আলম প্রমূখ উপস্থিত ছিলেন। এ চুক্তির আওতায় ইউজিসিতে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ মাত্র ৫ শতাংশ সরল সুদে ২০ থেকে ৭৫ লক্ষ টাকা পর্যন্ত গৃহনির্মাণ ঋণ পাবেন। ২০ বছর মেয়াদি এই ঋণের বাকি ৪ শতাংশ সুদ সরকার পরিশোধ করবে।

পূর্ববর্তী নিবন্ধজম্মু ও কাশ্মীরে গুলিতে নিরাপত্তা বাহিনীর ৩ কর্মী নিহত
পরবর্তী নিবন্ধখালেদা জিয়ার ৪ মামলায় স্থগিতাদেশ আপিল বিভাগেও বহাল