জনতা ব্যাংকের নতুন ডিএমডি মো.নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক:

জনতা ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে সম্প্রতি যোগদান করেছেন মো.নজরুল ইসলাম। এর আগে তিনি সোনালী ব্যাংক পিএলসিতে মহাব্যবস্থাপক ছিলেন।

১৯৯৫ সালে সিনিয়র অফিসার (ফিন্যান্সিয়াল এনালিস্ট) হিসেবে সোনালী ব্যাংকে যোগদানের মাধ্যমে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু হয়। চাকুরি জীবনের বিভিন্ন পর্যায়ে তিনি সোনালী ব্যাংকের গুরুত্বপূর্ণ শাখা ও কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন। ডিজিএম হিসেবে ফরেন এক্সচেঞ্জ কর্পোরেট শাখা এবং জিএম হিসেবে রমনা কর্পোরেট শাখার প্রধান হিসেবে দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

মো.নজরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে অনার্সসহ স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের ডিপ্লোমেড অ্যাসোসিয়েটস। ব্যাংকিং বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ কোর্স ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন।

তিনি ১৯৬৬ সালে রাজধানী ঢাকার খিলগাঁওয়ে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মো. আব্দুর রাজ্জাক এবং মাতা মাহমুদা বেগম।

পূর্ববর্তী নিবন্ধযে সংস্কারে জাতির কল্যাণ হয় সেটিই বিবেচনা করা হবে
পরবর্তী নিবন্ধআইএমএফের ঋণের কিস্তির সমঝোতা চলতি মাসেই